রাজশাহীর বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন কর্নেলের জানাযা শেষে দাফন সর্ম্পন্ন করা হয়েছে। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার সদর ভবানীগঞ্জ মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমের জানাযা অনুষ্টিত হয়। জানাযা শেষে তাকে দানগাছি গোরস্থানে দাফন সর্ম্পন্ন করা হয়। মরহুমের নামাজের জানাযা’য় জন প্রতিনিধিসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবগ, মুক্তিযোদ্ধা এবং গণ্যমাান্য মুসল্লীগন উপস্থিত ছিলেন। এসময় জানাযাতে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। জানাযাতে অংশ নেয়া সকলেই মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এর আগে তিনি মস্তিস্কে রক্তক্ষরন জনিত গুরুতর অসুস্থাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট(আইসিইউ)তে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। উল্লেখ্য,গত শুক্রবার ভোর থেকে কর্নেলের ভবানীগঞ্জ নিজ বাড়িতে বুক ব্যথা শুরু হয়। এ সময় তিনি ব্যথায় ছটফট করতে থাকলে তাকে তার পরিবারের লোকজন দ্রত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। এবং ওই দিন তাকে ৪২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। এবং পর দিন শনিবার তাকে ৭ নং ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এ সময় কর্নেলের কয়েকটি পরীক্ষা নিরীক্ষায় ডাক্তাররা জানান, ব্রেন হ্যামারেজ ব্রেন ষ্ট্রাক বা মস্তিস্কে রক্ষক্ষরন হয়। এদিকে,স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন কর্নেলের অকাল মৃত্যতে বাগমারা উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।