গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌরসভায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে মশক নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেছেন গুরুদাসপুর পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী। বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ ও থানা চত্বরে মশা নিধন ওষুধ ছিটিয়ে ওই কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন, ওসি মো. মোজাহারুল ইসলাম ও পৌর সচিব হাফসা শারমিন, দৈনিক দিবারাত্রী পত্রিকার প্রকাশক সম্পাদক অধ্যাপক আত্হার হোসেন ও চলনবিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম আলী আক্কাছ প্রমূখ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশন অনুসারে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে। পৌর মেয়র জানান, পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডে মশানিধন অভিযান অব্যাহত রাখা হবে।