নাটোর প্রতিনিধি
ঈদ যত ঘনিয়ে আসছে নাটোরে ততই বেড়েই চলছে ডেঙ্গু রোগির সংখ্যা। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নাটোর সদর হাসপাতালে নতুন করে অরো ৬জন রোগি ভর্তি হয়েছে।প্রতিদিনই বাড়ছে ডেঙ্গী রোগির সংখ্যা। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এদের সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন বলে জানান আক্রান্তরা।
নাটোর সদর হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসক, প্রসূতি সহ মোট ১৩ জন ডেঙ্গু রোগী নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। এছাড়া সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন এবং গুরুদাসপুরে ১জন ভর্তি রয়েছে।
সূত্র জানায়, নাটোর সদর হাসপাতালে এ পর্যন্ত মোট ৩১জন ডেঙ্গু রোগিকে সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৬জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এছাড়া বেসরকারী ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে মোট ৩১জনকে সনাক্ত করা হয়েছে।