ডেঙ্গু মোকাবেলায় অস্থিরতা ও আতংককে সচেতনতায় পরিণত করতে হবে—জেলা প্রশাসক কবীর মাহমুদ

পাবনা প্রতিনিধি : পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদ বলেছেন- বর্তমানে ডেঙ্গু আশংকাজন ভাবে বাড়ছে। এর পরিণতিতে অনেকের মৃত্যু বরণ করতে হচ্ছে। সরকার ডেঙ্গ– প্রকোপ মোকাবেলায় যথাযথ চেষ্ঠা করে যাচ্ছে। সরকারে পাশাপাশি সমাজের সকল মানুষকে সচেতন হতে হবে। সকলের সমন্বিত প্রয়াসে ডেঙ্গুর প্রকোপ থেকে দ্রুত মুক্ত হওয়া সম্ভব। ডেঙ্গু নিয়ে আমরা অনেকেই অস্থির এবং ভিত হয়ে পরেছি। ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবেলায় অস্থিরতা এবং আশংকাকে সচেতনতায় পরিণত করতে হবে।
মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ডেঙ্গু রোগের প্রকোপ মোকাবেলায় পরিস্কার পরিছন্নতা অভিযান ও কনণিয সভায় তিনি এসব কথা বলেন।


জেলা প্রশাসক কবির মাহমুদ এর সভাপতিত্বে সভায় অংশ গ্রহন করেন- পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু, বিটিভি প্রতিনিধি আব্দুল মতীন খান, শিক্ষবিদ মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, চন্দন কুমার চক্রবর্তী, প্রফেসর শাহনেয়াজ সালাম, তথ্য কর্মকর্তা ফরহাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলীর নিবার্হী প্রকৌশলী আসান হাবিব, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর রহমান, টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলী আকবর রাজু, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, বেতার প্রতিনিধি সুশীল তরফদার, বিআরডিবির সভাপতি হাবিবুর রহমান হাবিব, ফায়ার সার্ভিসের এডি সাইফুল ইসলাম প্রমূখ।