দুর্গাপুরে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা
নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর সহযোগীতায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পালন করা হয়।
সোমবার জিও/এনজিও.স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, পেশাজীবি ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহনে ”নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে উক্ত মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছনতা অভিযান এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার,এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম, অফিসার ইনচার্জ (ভার)দুর্গাপুর থানা মীর মাহাবুবুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনসহ সকল সংগঠনের প্রতিনিধিবৃন্দ। উদ্বোধন শেষে এক বিশাল র‌্যালী পৌর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেয় র‌্যালীতে অংশগ্রহনকারী প্রতিনিধিবৃন্দ।