মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নে বাংলাদেশ পুলিশ সম্প্রসারিত “বিট পুলিশিং” কার্যক্রম ও বিট অফিসারের কার্যালয়ের মাধ্যমে সেবা গ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন। গুজব ও আইনি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ৪ আগষ্ট দুপুর ২ টার সময় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিট পুলিশিং কার্যক্রমের সফলতা তুলে ধরে বক্তব্য রাখেন ১নং রহিপুর ইউনিয়নের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বদরুল । কমলগঞ্জ থানার তদন্ত অফিসার সুধীন চন্দ্র দাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে আইনের সুযোগ সুবিধা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছেন। তিনি আরো বলেন, রহিমপুরে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের আলোচনা সভায় মাদক, বাল্যবিয়ে, ধর্ষণ, গুজব, যৌতুক ও নারী নির্যাতনসহ অন্যান্য অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সবস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব সোলেমান হাসান,কমলগঞ্জ থানার এস আ আই তোফায়েল ইসলাম, এএস আই মো: হামিদুর রহমান , যমুনা টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আফরোজ আহমেদ, দৈনিক খবরপত্র প্রতিনিধি আব্দুল বাছিত খান, ইউপি সদস্য মো: মাহমুদ মিয়া, মাঈদুর রহমান কাবুল , বুলবুল আহমদ ওয়াতির, মো: আব্দুস সালামসহ ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। এখন থেকে যে কোন ব্যক্তি যে কোন বিষয় নিয়ে অভিযোগ করতে চাইলে স্থাপিত অভিযোগ বাক্সে অভিযোগ পাঠাতে পারবেন।