ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাকের আওতাধীন বন্যায় ক্ষতিগ্রস্থ চার শতাধিক দুগ্ধ খামারিদের বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করেছে ব্র্যাক ডেইরি ফুড এন্ড প্রজেক্ট। রবিবার দুপুরে ব্র্যাকের শাহজাদপুর অঞ্চলের অন্তর্গত ভাঙ্গুড়া উপজেলার জগাতলা ব্রাক চিলিং সেন্টারে এই গো-খাদ্য বিতরণ করা হয়। এতে উপজেলার ৪২০ জন খামারির মধ্যে সতেরো মেট্রিক টন গো-খাদ্য বিতরণ করা হয়।
পাবনা জেলার ব্র্যাক প্রতিনিধি আলমাসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করেন ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানা। পরে সেখানে খামারিদের উপস্থিতিতে খামারে পালিত পশুকে এ্যান্টেবায়েটিক ব্যবহারের মাত্রা, প্রয়োজনীয়তা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান বক্তা ছিলেন বিডিএফপি ঢাকার সিনিয়র ম্যানেজার নুরে-আলম ।