চাটমোহরে নারীসহ ৭ জন ডেঙ্গু আক্রান্ত

পাবনার চাটমোহরে গত ৭ দিনে নারীসহ ৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এ ঘটনায় উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক। তবে আক্রান্তদের অধিকাংশই ঢাকাতে অবস্থান করতেন। আক্রান্তরা হলেন, পৌর সদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার রুহুল কুদ্দুস ডলার, পৌর সদরের ৩ নং ওয়ার্ড বালুচর মহল্লার বাসিন্দা প্রথম শ্রেণির ঠিকাদার রেজাউল করিম দুলাল সরকারের স্ত্রী অলিভা খাতুন। এদিকে জানা গেছে একই গ্রামে ৫ জন আক্রান্ত হয়েছে তারা হলেন, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল আলীম, অন্তর আলী, আল আমিন, লিটন হোসেন এবং শাহিন হোসেন। আক্রান্তদের মধ্যে রুহুল কুদ্দুস ডলার ও অলিভা খাতুন বাদে বাকিরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রুহুল কুদ্দুস ডলারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ডেঙ্গু রোগ নির্ণয়ের ব্যবস্থা না থাকায় দুর্ভোগে পড়েছেন সন্দেহভাজন রোগী ও তার স্বজনেরা। জ্বর পরীক্ষা-নিরীক্ষার জন্য ছুটতে হচ্ছে জেলা সদরের হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে। এতে অর্থ ও সময় দুটোই অপচয় হচ্ছে।

জানা গেছে উপজেলায় এ জ্বরে আক্রান্তদের সংখ্যা ৭ জনের বেশি হবে। আক্রান্তদের অনেকেই বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বেসরকারি ক্লিনিকে যারা চিকিৎসা নিচ্ছেন সে হিসেব নেই সরকারি হাসপাতালে এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন দেওয়া হলে রিসিভ করেননি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বায়েজিদ ইসলাম।