বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীরা পেল বাইসাইকেল

নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্রীদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর অংশ হিসেবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনসাধারনের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরন বিতরন করা হয়।

বৃহস্পতিবার ওই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ২০ জন নৃ-গোষ্ঠীর ছাত্রীদের হাতে এসব সাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা জিমনেসিয়ামে অনুষ্ঠিত একই অনুষ্ঠানে এসব নৃ-গোষ্ঠীর জনগণের মাঝে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী এবং কামার সম্প্রদায়ের মধ্যে অনুদানের নগদ অর্থ বিতরন করা হয়।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি থেকে এসব সামগ্রী বিতরন করেন। অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, ওসি সিরাজুল ইসলাম সেখ প্রমুখ।