বিশ্বনাথে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দিলেন ওসি

সিলেটের বিশ্বনাথে ছেলেধরার গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম। মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজে গিয়ে তিনি শিক্ষার্থীদেরকে এসব গুজবের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন।এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ‌্যে বলেন, বর্তমানে ছেলেধরা, কল্লাকাটা ও মেয়েদেরকে বিদ্যালয়ে আসতে দেবে না- বলে যেসব অপপ্রচার চালানো হচ্ছে তা ¯্রফে গুজব। গুজব কখনোই সত্য হয় না। যারা এসব গুজব রটাচ্ছে, তারা চায় না শিক্ষার্থীরা বিদ্যালয়-কলেজে আসুক। তাই এসব গুজবে কান না দিয়ে শিক্ষার্থীদেরকে সচেতন থাকতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। এলাকায় কোনো সন্দেহজনক লোক দেখলে পুলিশকে জানাতে ও কখনই আইন নিজের হাতে তুলে না নিতে তিনি সবার প্রতি আহবান জানান।এ সময় কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, সহকারী অধ্যাপক ইলিয়াছুর রহমান, দেলওয়ার হোসেন, প্রভাষক আফিয়া বেগম, আব্দুল মুনিম, খয়ের আহমদ, শ্রভদ্রা রাণী, মাহমুদা বেগম, নাছরিন জাহান, বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যান’সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।