মৌলভীবাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজারে পলিথিন বিরোধী অভিযানে সৈয়দ কুদরত উল¬াহ রোড, পশ্চিম বাজারস্থ মেসার্স আল- আমিন ষ্টোর নামক প্রতিষ্ঠান থেকে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আনুমানিক ৫শত কেজি পলিথিন জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । আজ ৩০ জুলাই জেলা প্রশাসন এর সহযোগিতায় মেসার্স আল আমিন স্টোর (মালিক, সত্ত্বাধিকারী মোঃ মোশারফ হোসেন) নামক প্রতিষ্ঠানে পলিথিন মজুদ ও বাজারজাত করার মাধ্যমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬ (ক) লংঘন করায় পঞ্চাঁশ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক আদায় ও আনুমানিক ৫০০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন- সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন- পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ ফখর উদ্দিন চৌধুরী। তিনি জানান- পলিথিন বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।