বর্ণিল আয়োজনে খানসামায় ফলদ বৃক্ষ মেলা শুরু

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : ‘পরিকল্পিত ফল চাষ, যোগাবে পুষ্টি সম্মত খাবার‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা-২০১৯ ।
সোমবার (২৯ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শুরু হয় ।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আফজাল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা.আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, অফিসার ইনচার্জ আ:মতিন প্রধান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াসমিন আক্তার সহ ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধী সমাজ।
এরপর অতিথিরা মেলার ২১টি স্টল পরিদর্শন করে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন ।
উল্লেখ্য, ফলদ বৃক্ষ মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত