মৌলভীবাজার সদর উপজেলা ২নং মনুমুখ ইউনিয়নের সাধুহাটী আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে ১০ শত ভূমি দান উপলক্ষে সমঝোতা চুক্তি সাক্ষর, মতবিনিময় ও সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আযোজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন ভূমিদানকারী মোঃ খুরশেদ আলীর পুত্র (সাধুহাটী) আমেরিকান প্রবাসী মোঃ ছৈদুল হক । বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দের পরিচালনায় এলাকার বিশিষ্ট মুরব্বি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ লেফাছ মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২ নং মনুমুখ ইউনিয়নেয় চেয়াম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক সেফুল, সাবেক সভাপতি জনাব ফরিদ আহমদ। এ সময় বক্তব্য রাখেন- ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ছুরুক মিয়া, মোঃ বক্কর মিয়া, সাবেক ইউপির সদস্য আব্দুল আহাদ, বিদ্যালয়ের সাবেক ছাত্র সৈয়দ মশাহিদ আলী, যুবলীগ নেতা ও শিল্পকলা একাডেমী সহ সাধারণ সম্পাদ এমদাদ হোসেন জুনু, মোঃ কবির চৌধুরী, দিলদার হোসেন, জাহাঙ্গির হোসেন, আব্দুর রূপ, মোঃ আনছার মিয়া, আব্দুল আলিম,মোঃ ইজাজুল হক,মোঃ জয়নাল মিয়া শিক্ষক,শিক্ষার্থী প্রমুখ। জানা গেছে- মোঃ সাইফুল হক এর পিতা খুরশেদ আলী উনাদের পরিবারবর্গ এই বিদ্যালয় শুরু থেকে বিনা শর্তে ভূমি দান করে আসছেন। বর্তমানে বিদ্যালয়ে সরকার কতৃক ৪ কোটি টাকার অনুদানে নতুন ভবন নির্মানের জন্য ১০ শতক জায়গার প্রয়োজন হলে মোঃ ছৈদুল হক সাহেবের পরিবারের সাথে যোগাযোগ করিলে, উনারা জায়গা দিবেন ও একমত পোষণ করেন। এবং বিদ্যালয় কতৃপক্ষ সমঝোতা চুক্তি সাক্ষর উপলক্ষে মতবিনিময় ও সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করেন। স্বাক্ষর করেন মোঃ ছৈদুল হক ভূমি দাতা, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক সেফুল,
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দে,এই মর্মে বিদ্যালয়ের নামে ১০ শতক জায়গা রেজিস্টার করা হয়েছে বলে জানান কতৃপক্ষ।