ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:
গত বুধবার ফরিদপুরের মঙ্গলগ্রামে গণপিটুনিতে তোরাব আলীর পুত্র হানিফ (৩৫) হত্যার অভিযোগে একই গ্রামের চারজনকে ফরিদপুর থানা পুলিশ গ্রেফতার করে পাবনা কোর্টে চালান দিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মামলার আসামী হাজী আব্দুস সাত্তার (৬৫) ও তার পুত্র সুমন মেম্বর (৩৫), একই গ্রামের মুদি দোকানদার সালাম (৪০) ও আমিরুল (৩৮)। গত ২৪ জুলাই নিহতের স্ত্রী মোছা: আমেনা খাতুন বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে ফরিদপুর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই মিন্টু বলেন, আসামীদের গ্রেফতার অভিযান চলছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই দিবাগত রাতে মঙ্গলগ্রাম বাজারে আব্দুস সালামের দোকানে চোর সন্দেহে মঙ্গলগ্রামের হানিফকে ধরে স্থানীয় লোকজন গণপিটনি এবং বুকে ও পিঠে লোহার রঢ ঠুকিয়ে নৃশংসভাবে আহত ফেলে রাখে। ২৪ জুলাই সকাল ৯টা ৩০ মিনিটে ফরিদপুর থানা পুলিশ খবর পেয়ে হানিফকে মৃত অবস্থায় মঙ্গলগ্রাম বাজার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গতকাল বৃহস্পতিবার লাশ ময়না তদন্ত শেষে নিহতের আতœীয় স্বজনের কাছে হস্তাস্তর করা হয়।