ছেলেধরা সন্দেহে গণপিটুনী রোধে সচেতনতা সৃষ্টির লক্ষে পাবনা জেলা পুলিশের মতবিনিময় সভা

দেশব্যাপী ছড়িয়ে পরা ছেলেধরা আতঙ্ক ও গণপটিুনী রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পাবনায় কর্মরত সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে পাবনা জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস(পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) ,অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকতা বৃন্দ। সভায় পুলিশ সুপার বলেন, পাবনা জেলা পুলিশের সব ইউনিট ছেলেধরা আতঙ্ক ও গণপটিুনী রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিগত কয়েক দিনে পাবনার বিভিন্ন স্থান থেকে ছেলে ধরা সন্দেহে যাদের আটক করা হয়ছিল তদন্ত করে দেখা গেছে তাদের মধ্যে কেউ পরিত্যক্ত বোতল কুড়ানো,মানষিক রোগী ও শ্রমিক। পুলিশ সুপার আরো জানান, জেলার সকল থানা এলাকায় গুজব নিয়ে বিভ্রান্ত না হতে জন সাধারনের প্রতি আহবান জানিয়ে মাইকিং অব্যাহত আছে এবং বিভিন্ন মসজিদে ইমামদের দ্বারা গুজবের বিরুদ্ধে জনসাধারনের মধ্যে জনসচেতনতা মূলক বক্তব্য উপস্থাপনের ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার গুজব নিয়ে বিভ্রান্ত না হবার জন্য সবার প্রতি আহবান জানান।