প্রান্তিক মানুষের সুষ্ঠ বিচারের জন্য গ্রাম আদালতের লক্ষ-শাহীনুজ্জামান শাহীন

প্রান্তিক মানুষের সুষ্ঠ বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার, গ্রাম আদালত গঠন করে এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য গ্রাম আদালত কে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব সঠিক ভাবে সবাই কে পালন করতে হবে, এ জন্য আদালতের কাজ খুবই বিচক্ষণতার সাথে চালিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন মানুষ যাতে কোনভাবেই গ্রাম আদালত থেকে প্রতারিত না হয়, এ জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সমাজের শান্তি রক্ষার জন্য গ্রাম আদালতের বিশেষ ভূমিকা রয়েছে, সবাই কে মনে রাখতে হবে, নিরীহ মানুষের সমস্যা সমাধানের জন্য গ্রাম আদালত প্রতিষ্ঠা হয়েছে। পাবনার সুজানগরে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহনের গুরুত্ব শীর্ষক কর্মশালা’র উদ্বোধন কালে এ কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও উপজেলা সমন্বয়কারী মাসুদ রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যদেন ডিস্ট্রিকট ফ্যাসিলিটেটর মনসুর আহমেদ, জেলা সমন্বয়কারী জুলফিকার ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা লাবনী ফেরদৌস, উপজেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান প্রমুখ। এ ছাড়া সকল ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।