ডেঙ্গু রোগীদের চিকিৎসায় প্রস্তুত সিএমএইচ: সেনা প্রধান

ডেঙ্গু রোগীদের চিকিৎসার প্রয়োজনে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নিয়ে আয়োজিত সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা জানান।

সেনা প্রধান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর যদি বলে চিকিৎসার প্রয়োজনে সম্মিলিত সামরিক হাসপাতালের সাহায্য লাগবে, সেক্ষেত্রে সিএমএইচ প্রস্তুত রয়েছে। ডেঙ্গু আক্রান্তদের জন্য সিএমএইচে আলাদা ওয়ার্ড চালু করা হয়েছে। এ মুহূর্তে হাসপাতালটিতে ৪শ ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে বলেও জানান জেনারেল আজিজ আহমেদ।

এদিকে, সারাদেশে ডেঙ্গু পরিস্থিত ক্রমশ অবনতি হচ্ছে এবং হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলছে। এ অবস্থায়, এডিস মশা নিধনে ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সব সেনানিবাসে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, সেনানিবাসের ভিতরে যে স্কুল-কলেজ, আবাসিক স্থান রয়েছে সবস্থানেই আমরা এ অভিযান পরিচালনা করব। এ অভিযান পরিচালনার ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীরা শিখবে কিভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করতে হয়। ফলে, তখন এটা শিক্ষার্থীদের মাধ্যমে ছড়িয়ে যাবে।