??প্রিয়াঙ্কা সরকার ??
হৃদয় রেখেছিলাম হৃদয়ের যুগলবন্দী ;
মনের গভীরে আলোক পিয়াসী আমি..
তবু চাঁদ ডুবে গেছে আঁধারে,
প্লাবনের অন্তিম স্রোতে আমি তো হারানো নদী ;
অনিবার্যের হাত ধরে বলেছিলাম কথা রেখো,
রাখো নি….. হেরেছি…
পিছনে ফিরে দেখি আবেগের সাথে কেঁদেছি।
ভিজে হাতে সাদা রক্তের সমাধি দেখছি,
কি দিতে পেরেছি!
ফুরিয়ে যাবো আমি, বলেই কি হারিয়ে ফেলেছি!!
সময়ের তিমিরে স্থবির হয়েছি আজ
মুক্ত হয়েছি, মুক্ত করেছি তোমায়…
তিতীর্ষু আলোর মতো,
সবুর্ণের জ্যোতির মতো,
ফিরে যাচ্ছি গহন কুয়াশায়।।
মুছে দিয়েছি ম্লান মুখ,
অন্যের বুকে তোমাকে শব্দছকে!!
পারবো না আমি….
স্তবক ছুঁয়ে মৃত্যুরূপ প্রতীকমিছিল আজ..
পাণ্ডুর রঙে ধূসর শিহরণ সংকেতময় খেলা আবার।।