গুরুদাসপুরে কথিত ছেলেধরার হাত থেকে রক্ষা পেল ইলিয়াস

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে ইলিয়াস (৫) নামে এক শিশু অপহরনের চেষ্টা এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে ছেলেধরা আতঙ্ক। এঘটনায় গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পারিবারিক ও স্থাসাথীয় সুত্রে জানা যায়, রোববার সাড়ে ১০টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামের আব্দুল খালেকের বাড়ীতে ওই ঘটনা ঘটে। আব্দুল খালেক বিন্যাবাড়ী বাজারে চায়ের দোকানদার। প্রতিদিন রাত ১১-১২ টার দিকে বাড়ী যায়। তার স্ত্রী খাদেজা বেগম তার ৫ বছরের ছেলে ইলিয়াসকে নিয়ে ঘরের দরজা বিজিয়ে দিয়ে ঘুমিয়ে যায়। রাত ১০টার দিকে তাদেও ঘরের ভিতওে প্রবেশ কওে তার সন্তান ইলিয়াসকে কোলে তুলে নিয়ে বাহিওে যেতেই শিশুটি চিৎকার দেয়। শিশুটির চিৎকারে তার মা খাদেজা বেগমের ঘুম ভেঙ্গে যায়। সে দৌড়ে দরজার বাহিওে এসে দেখে তার সন্তানকে একজন কোলে নিয়ে চলে যাচ্ছে। সাথে আরো তিনজন। সে দৌড়ে গিয়ে বাচআ কোলে অপহরনকারীকে ঝাপটে ধওে চিৎকার দেয়। বাচ্চাটা ফেলে অপহরনকারীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এলেও অপহরনকারীদের ধরতে পারেনি। এঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানান।
এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার জানান, বিষয়টি রাতেই শুনেছি। এনিয়ে এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বাবা-মা’রা শিশুদেও স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছে।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, এটা গুজব হতে পারে। তবে তদন্ত করলেই জানা যাবে প্রকৃত ঘটনা। এনিয়ে এলাকাবাসীদের আতঙ্কৃত না হবার অনুরোধ জানিয়েছে।