আলীকদমে ভ্রাম্যমান আদালতে নিষিদ্ধ মাগুর জব্দ

বান্দরবানের আলীকদমে মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ কেজি নিষিদ্ধ প্রজাতীয় আফ্রিকান মাগুর (ঈষধৎরধং মধৎরবঢ়রহঁং) মাছ জব্ধ করা হয়েছে। সোমবার দুপুর ০১ ঘটিকায় আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সায়েদ ইকবাল মৎস্য সংরক্ষন আইন ১৯৫০ ও সংঘ্য নিরোধ আইন-২০১৮ এর আলোকে এই আদালত পরিচালনা করেন। এসময় আব্দু রহিম দুলাল (মাছ ব্যবসায়ী) পিতা- আবুল হোসেন এর বিক্রয় করতে আনা ৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্ধ করা হয়। তবে ফরমালিন পরীক্ষা করে ফরমালিন না পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট সায়েদ ইকবাল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা (অদা) জয় বনিক, স্যানিটারী ইন্সপেক্টর আসাদুজ্জামন প্রমূখ।