নাটোরের সিংড়ায় অতিবৃষ্টি এবং ওভারলোড গাড়ির ধাক্কায় সিংড়া-আত্রাই সড়কের নিংগইনে প্রোটেকশন ওয়াল ঝূকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় পড়ে গিয়ে বড় ধরনের দূর্ঘটনার শিকার হতে পারে।
স্থানীয়রা জানায়, বেশ কিছু দিন থেকে এই ওয়াল হেলে যায়, গত কয়েকদিনের অতিবৃষ্টির কারণে বর্তমানে খুব ঝূকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় ভেঙ্গে পড়তে পারে। এজন্য পুনরায় নির্মাণের দাবি জানিয়েছে স্থানীয়রা।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সড়ক অবকাঠামো রক্ষায় এবং লোড গাড়ির কারণে সড়ক ক্ষতিগ্রস্ত রোধে প্রোটেকশন ওয়াল নির্মাণ কাজ শুরু হয়। উপজেলার বিভিন্ন সড়কে এই প্রোটেকশন ওয়াল নির্মিত হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হাসান আলী জানান, ঝূকিপূর্ণ ওয়াল গুলো তালিকা করে পুনরায় নির্মাণ করা হবে।