নির্মাণাধীন গ্রীণসিটির ভবন হতে পড়ে শ্রমিক নিহত ১ আহত ২

ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন গ্রিণসিটির ভবন হতে নীচে পড়ে পরপর দুই দিনে ১জন নিহত ২ জন আহত হয়েছে। বুধবার বিকেলে সাইফুল (২৩) নীচে পড়ে গুরুতর আহত হলে তাকে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান, সাইফুল মাথায় গুরতর আঘাত পাওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সে ঠিকাদারী প্রতিষ্ঠান মজিদ এন্ড সন্স-এ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল।
এদিকে সন্ধ্যার পর নীচে পড়ে রেজাউল ইসলাম (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আরও এক শ্রমিক আহত হয়েছেন। রেজাউল নওগাঁর সাপাহার উপজেলার আলাদিপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। আহত মোসাদ্দেক ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তাঁরা দুজনেই প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্ড এন্ড সন্স-এ শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
পুলিশ সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ শক্তি প্রকল্পের (আরএনপিপি) নির্মাণাধীন গ্রিণসিটি এলাকায় ভবন নির্মাণ চলছে। একটি ভবনের এগারো তলায় কাজ করার সময় রেজাউল ও মোসাদ্দেক নিচে পড়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী নিশ্চিত করে জানান, থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।