সাঁথিয়া উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের দীর্ঘ দিনের সভাপতি আলহাজ আঃ হাই শেখের জানাযা সোমবার দুপুর ২টায় সম্পন্ন শেষে দাফন করা হয়েছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত রবিবার রাত ৯টার দিকে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ ণিঃম্বাস ত্যাগ করেন (ইন্নাল্লিাহি—-রাজেউন)। মৃর্ত্যকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি এক স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখেগেছেন। উপজেলার আর.আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মরহুম জসিমুদ্দিন শেখের ছেলে আলহাজ আঃ হাই শেখ। তিনি দীর্ঘদিন আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ অলংকৃত করে আসছিলেন। আতাইকুলা বণিক সমিতির অণ্যতম সদস্য ও এলাকার একজন নিষ্ঠাবান সমাজ সেবক ছিলেন। সোমবার দুপুর ২টায় জানাযা পুর্বে জীবণ স্মৃতি চারন ও রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোরার, উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ বীরমুক্তি যোদ্ধা নিজামউদ্দিন, উপজেলা ভইসচেয়ারম্যন সোহেলরানা খোকন, দৈনিক খবর বাংলার সম্পাদক-প্রকাশক আব্দুস ছালাম, জেলা জামায়াত আমীর আঃ রহিম, ধালাউড়ি কামিল অধ্যক্ষ আনোয়ার হোসেন, আতাইকুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ আব্দুস সোবহান, মরহুমের বড় ছেলে লিটন মাহমুদ প্রমুখ। জানাযায় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুসল্লিরা উপস্থিত।