নেত্রকোনার দুর্গাপুরে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দুর্গাপুর এর আয়োজনে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের হলরুমে অত্র স্কুলের শিক্ষক/শিক্ষার্থী,সুশীল সমাজ,সাংবাদিক,অবসরপ্রাপ্ত সেনা কল্যান সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহনে দুর্যোগ ঝুঁকি হ্রাস মোকাবেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় রবিবার।
সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলের প্রধান শিক্ষক মোঃ এ কে এম ইয়াহিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মোঃ আবু আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন,নেত্রকোনা জেলা সিনিয়র ষ্টেশন মাষ্টার মোঃ আঃ রহমান, অবঃ সেনা কল্যান সংস্থার উপজেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ ওয়াহেদ,সদস্য মোঃ নুর হোসেন,সাংবাদিক ধ্রুব সরকার,অত্র স্কুলের ছাত্রী শারমীন আক্তার প্রমুখ। সভায় বক্তারা বলেন, দুর্গাপুর প্রাকৃতিক দুর্যোগ এর মধ্যে বন্যা কবলিত এলাকা। বন্যার সময় আমাদের ভয় না পেয়ে মোকাবেলা করতে হবে। এবং কোন এলাকায় কোন রকম সমস্যা হলে সাথে সাথে ফায়ার সার্ভিসকে অবহিত করতে হবে।