নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কম্পিউটার ল্যাব রাতারাতি উধাও এর ঘটনা ঘটেছে। তাছাড়া অধ্যক্ষ ইসমাইল হেসেনসহ অনেক শিক্ষকই প্রায়ই ছুটি ছাড়াই অনুপস্থিত থাকায় ওই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম চরম ভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে মেয়াদ উত্তীর্ণ ম্যানেজিং কমিটি দিয়ে স্কুল পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে নাইটগার্ড নিয়োগও দেয়া হয়েছে।
স্কুল সূত্রে জানা যায়, গত ১০ জুলাই বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুর রহমানকে নিয়ে হাতিয়ান্দহ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শনে যান সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো। পরিদর্শনের প্রথমেই প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব উধাও এর ঘটনায় তিনি বিস্মিত হন। এরপর প্রতিষ্ঠানের হাজিরা খাতায় অধ্যক্ষ ইসমাইল হেসেন প্রায়ই ম্যানেজিং কমিটির অনুমোদন ছাড়াই অনুপস্থিত পান।
তাছাড়া গত ৩০ এপ্রিল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণ হলেও শিক্ষক-কর্মচারীর বেতন ভাতা কিভাবে অথবা কার অনুমোদনে উত্তোলন এবং ২০০৮ সালে নিয়োগকৃত পাহারাদার বৃদ্ধ নিজাম উদ্দিনের চাকুরীর আবেদন, জন্ম সনদ, চেয়ারম্যানের সনদ ও ভোটার আইডিতে জন্ম তারিখের গড়মিল পাওয়া যায়। পরে ইউএনও ওই প্রতিষ্ঠানের শিক্ষক হাজিরা খাতা জব্দ করে সাথে নিয়ে আসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী বলেন, কম্পিউটার ল্যাব উধাও হওয়ায় তাদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। আর প্রায়ই অধ্যক্ষ ইসমাইল হোসেন শিক্ষক অমৃত কুমার বোসাক ও আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। এতে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও সিংড়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে পাহারাদার নিয়োগে গড়মিল রয়েছে স্বীকার করে বলেন, এই নিয়োগ পূর্বের কমিটি করেছে। আর তার বিষয়ে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তবে ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ ও কম্পিউটার ল্যাব উধাও এর বিষয়টি তিনি স্বীকার করেন।
প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সিংড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. নওফেল উদ্দিন চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিনুর রহমান বলেন, ওই প্রতিষ্ঠানের নিয়োগকৃত পাহাদার নিজাম উদ্দিনের কাগজপত্রে তিন রকম জন্ম তারিখ, ম্যানেজিং কমিটির মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ওই প্রতিষ্ঠানের কাগজপত্র জব্দ করা হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো বলেন, পরিদর্শন কালে ওই প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে। এখন বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।