নাটোরে সুন্দি কাছিম ডিসি পার্ক লেকে অবমুক্ত করা হয়েছে। আজ সকালে এটিকে অবমুক্ত করা হয়। যা সুন্দি কাছিম, চিতি কাছিম, ইংরেজি নাম : Indian flap shelled Turtle বৈজ্ঞানিক নাম : Lissemys punctata কাছিম ৩০০-৪০০ বছর বাঁচে। খাদ্য : সর্বভুক, জলজ উদ্ভিদ, ব্যঙ, ব্যাঙাচি, কাকড়া, ক্ষতিকর কীটপতঙ্গ, মরা-পচা প্রাণী।এরা আর্বজনাভৃক প্রাণী। এরা খাদ্যশৃঙ্খলে ভুমিকা রাখে। নদীর পরিবেশকে সু¯হ রাখে। প্রায় ৪-৫ কেজি ওজনের এই কচ্ছপটি শুক্রবার বিকালে সিংড়া উপজেলার প্রত্যান্ত পুঠিমারী গ্রামের কৃষক মোক্তার আলীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। রাজশাহী বন্যপ্রাণী কর্মকর্তা জিল্লুর রহমানের পরার্শক্রমে শনিবার সকাল পৌনে ১১টার দিকে নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ও অতিরক্তি জেলা প্রশাসক রাজস্ব শরিফুন্নেছা উপস্থিতিতে নাটোর ডিসি পার্ক লেকে অবমুক্তি করা হয়।