চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতি’র আয়োজনে ১১ জুলাই দুপুরে পৌরসদরের সবুজ সংঘ মিলনায়তনে “নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা’র ঔষধ তত্বাবধায়ক কে. এম. মুহসীনীন মাহবুব এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স. ম. বায়েজিদ-উল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় প্রত্রিকার সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, পাবনা’র ঔষধ ব্যবসায়ী নেতা সাইদুর রশিদ খান।
আলোচনা সভায় বক্তব্য দেন বক্তব্য দেন- চাটমোহর ঔষধ ব্যবসায়ী সমিতি’র সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন, ফারিয়া’র চাটমোহর ইউনিট সভাপতি গোলাম হাসনাইন নাসিম, আটঘরিয়া উপজেলার ঔষধ ব্যবসায়ী সমিতি’র সভাপতি মোঃ আবুল হোসেন, ভাঙ্গুড়া উপজেলার ঔষধ ব্যবসায়ী সমিতি’র সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, প্রমূখ।
সভায় বক্তাগণ নকল, ভেজাল ও মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি থেকে বিরত থাকার পাশাপাশি আবেগ নয়, বিবেক দিয়ে ঔষধ ব্যবসার মাধ্যমে জনসেবা প্রদানে ঔষধ ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান।