শ্রমিককে হত্যার নির্দেশ দেয়ার অভিযোগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন হাসা বিনতে সালমানকে ফ্রান্সের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয়েছে। মঙ্গলবার এ বিচার শুরু হয় বলে খবরে বলা হয়েছে।
জানা যায়, ২০১৬ সালের সেপ্টেম্বরে প্যারিসে তার বাসায় সংস্কার কাজের জন্য একজন শ্রমিক নিয়োগ করেন হাসা।
হাসার অভিযোগ, ওই শ্রমিক মোবাইলে তার ছবি তুলেছেন এবং সেগুলো বিক্রির চেষ্টার মতলব এঁটেছিলেন।
ছবিটি গণমাধ্যমের কাছে বিক্রি করতে চাওয়ার অভিযোগ এনে ওই শ্রমিককে হত্যার নির্দেশ দেন বলে হাসার বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ওই শ্রমিকের বরাত দিয়ে ‘লা পয়েন্ট’ নামে এক ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, যুবরাজের বোন চিৎকার দিয়ে তার দেহরক্ষীকে বলেন, ‘তাকে হত্যা কর, সে একটা কুকুর। ওর বাঁচার অধিকার নেই।’
আরো পড়ুন: অবশেষে সৌদির কনসার্ট থেকে নিজেকে সরিয়ে নিলেন নিকি মিনাজ
ওই শ্রমিক পরবর্তীতে বলেন, হাত বেঁধে তাকে কয়েক ঘণ্টা পেটানো হয়। একপর্যায়ে তাকে হাসার পায়ের পাতায় ‘চুম্বন’ করতে বাধ্য করা হয়।