?অভিমানী মন

      ?প্রিয়াঙ্কা সরকার

??…….অবশেষে

আজ বড়ো একা লাগছে। সুদৃশ্য তোরণদ্বার বেয়ে একবার ধাপে ধাপে অনুভবের তলিয়ে যাওয়াকে দেখছি। খুব বলতে ইচ্ছা করছে, আমার কথাগুলো ফিরিয়ে দেবে না তো!! ভ্রূক্ষেপহীন ভাবে নিঃসঙ্কোচে জ্যান্ত মানুষটাকে দূর ছাই! বলে দেবে না তো? আমার যে কোনোদিন চাওয়ার কিছু ছিলো না। কারণ যজ্ঞকাষ্ঠের ব্রতী হলে তো, মনের বুকে লবণাক্ত অনাবাদী জমি ছুঁয়েই চলতে হয়.. আমিও চলেছি। তোমার শব্দ কায়ায় সমুদ্রসম খাঁড়ি ছুঁয়ে যেতে যেতেই আমার দিগন্ত ছোঁয়া মায়াময় স্বপ্নালোকে তোমাকে সামনে এনে ফেলেছি। জানো, তোমার মনের যে সততার গুণ অনুভব করেছি, হয়তো সেখানে বেঁধে ফেলেছি। মনের ঘরময় কতো কাগজ জানো, একটার পর একটা খুচরো অভিমানে তোমার প্রতীকী৷ কিন্তু, আজ মনে হচ্ছে তোমার বিড়ম্বনার কারণ হয়ে উঠিনি তো!! কখনও মনে হচ্ছে মনের তক্তাপোষে ভূতুড়ে চটির আঘাতে আমি ক্ষত বিক্ষত৷ কেন এমন হচ্ছে বলবে!! আমি কি ভুল, নাকি খেয়ালে মন ছিন্ন করে ভালোবাসাকেই অনুভবের দেওয়াল থেকে কেড়ে নিচ্ছি।

জানো আজ আমার মনটা আতঙ্কের বুকে কাঁদছে না৷ বিকেলের বৃষ্টিতে অঞ্জলি ছুঁয়ে নিজেকে জড়িয়ে ফেলেছি আমার আলোর কোলে। তাকে বলেছি, তোমার রাজপথ ছেড়ে একটা বুক খুঁজতে গিয়ে দেখি, আমার মণিও অন্যের ঘরে চুরি হয়ে গেছে। তাই হে, পরম! একবার আগলে নাও আমায়। বার বার এতো মনের ভিতরে অনাবৃষ্টি , বড়ো অসহায় লাগে আমার নদী। এবার বিদায়ের নিরূপায় নিশ্চল মন.. অনুরাগী । চোখের পলকে বাকি অশ্রুসিক্ত অনুভব রেখে যাই৷ ভালো থাকুক প্রিয়জন। মনের গহীনে…. নির্লিপ্তের দলে নদী।।