নাটোরের বাগাতিপাড়ায় সোমবার সন্ধায় এক অভিযানে মাদক সেবনের দায়ে দুই জনকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সন্ধার দিকে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়ীয়া মতিনের পুকুর পাড় থেকে ইয়াবা সেবনরত অবস্থায় তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, পেড়াবাড়ীয়া মহল্লার দুলাল উদ্দিনের ছেলে মিঠু (২৪) ও একই মহল্লার জামিল উদ্দিনের ছেলে পশু চিকিৎসক সুমন (৩৬)।
এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার এসআই (কর্তব্যরত) খাইরুল ইসলাম বলেন, মাদক সেবনরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করা হয়েছে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
মালঞ্চি বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী রিয়াজুল ইসলাম সরকার দাবি করেন, এই মুখোশধারী পশু চিকিৎসক পরিচয়ধারী মাদকসহ আটক এই প্রথম নয়। পূর্বেও কয়েকবার পুলিশের হাতে আটক হয়ে জেল খেটেছে। কিন্তু আইনের ফাঁকে বেরিয়ে এসে আবারো একই অপরাধ করে। অপরাধীদের কান্ড দেখে মনে হয়, তাঁরা একই অপরাধ বারবার করতে উৎসাহ পাচ্ছে।