রাজশাহীতে ফেন্সিডিল ও বিদেশীমদসহ গ্রেফতার ২

রাজশাহী জেলার চারঘাট ও পুঠিয়ার বানেশ্বরে পৃথক দুইটি অভিযানে ফেন্সিডিল ও বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাতে র‌্যাব-৫ রাজশাহী মহানগরীর মোল্লা ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করেন। র‌্যাব জানায়, সোমবার রাতে চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ রাজন হোসেন) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রাজন রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে।

এবিষয়ে আটক রাজনের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, পুঠিয়া উপজেলার বানেশ্বর থান্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৮ বোতল বিদেশী মদসহ রাজু আহমেদ রাজীব নামের আরেক মাদক ব্যবসায়কে আটক করেন তারা। আটক রাজু আহমেদ রাজীব রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুসা কবিরাজপাড়া (হুজুরিপাড়া) এলাকার কছিম উদ্দিনের ছেলে। রাজু’র বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে