নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্র আল আমিনকে গুলি করে হত্যার ঘটনার জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কদমচিলান উচ্চ বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসি অংশগ্রহন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন খলিশা ডাঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ ফরিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, আতিকুর রহমান মৃধা, কদমচিলান বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আনিছুর রহমান, মোঃ ওয়াজেদ আলী ,মোঃ আয়নুল হক সহ অন্যরা ।
এসময় বক্তারা বলেন, গত ৫ জুলাই বিকেলে তিনজন অস্ত্রধারী মুকিমপুর এলাকায় দিন দুপুরে কলেজ ছাত্র আল আমিনকে গুলি করে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় । এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। অবিলম্বে হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা।