“স্বয়ংসম্পূর্ণ মাছের দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানে ২০১৮-১৯ আর্থিক সালের জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। পাবনার সুজানগরে রোববার নাজিরগঞ্জ ইউনিয়নে ওয়াবদা বাধের জলাশয়ে প্রধান অতিথি থেকে প্রায় ৬ হাজার পিচ পোনা মাছ অবমুক্ত করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির । বিশেষ অতিথি ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন, উপজেলা মৎস্য অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, হাবিবুর রহমান, আমিন উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আ.লীগের কোষাধ্যক্ষ সম্পাদক শ্রী সুবোধ কুমার নটো, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা মন্ডল, পৌর আ.লীগের সাবেক সভাপতি মাহমুদুজ্জামান মানিক, মৎস্য ব্যবসায়ী সরদার রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন, ছাত্রলীগ নেতা সুমন প্রমুখ।