জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আধাবেলা হরতাল ডেকেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোট। আজ রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হচ্ছে।
এদিকে, বিএনপিসহ অন্য কয়েকটি রাজনৈতিক দল এই হরতালে সমর্থন জানিয়েছে। তবে বিএনপি হরতালে মাঠে থাকার কোনো ইঙ্গিত দেয়নি।
বাম গণতান্ত্রিক জোটের অন্যতম সদস্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাবে। অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে বামজোটের এ হরতাল।