পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরিববান্ধব সরকার। গরিব-অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার ১৬২ ধরনের ভাতা দিচ্ছে, যা অতীতে কোন সরকার দেয়নি। শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছেন। এদেশে আর কোন গরিব, অসহায় থাকবেনা। কোন মানুষ গৃহহীন থাকবেনা। হতদরিদ্রের সংখ্যা ১১ ভাগে নামিয়ে আনা হয়েছে। পর্যায়ক্রমে তা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে। তিনি শনিবার দুপুরে জুড়ী উপজেলা মিলনায়তনে ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের চেক, ধর্মমন্ত্রণালয় থেকে মসজিদ, মন্দিরে অনুদানের চেক ও সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী নিগৃহীতা মহিলা ভাতা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতার বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আলাউদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো: জাহাঙ্গীর হোসেন সরদার, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা, সিরাজুল ইসলাম, আব্দুল খালিক, মামুনুর রশীদ সাজু, শেখরুল ইসলাম। অনুষ্ঠানে এমপির ঐচ্ছিক তহবিল থেকে ৯৬ জন হতদরিদ্রের মাঝে ৪ লক্ষ ১০ হাজার টাকা, দুইটি মসজিদ ও একটি মন্দিরে ১ লক্ষ ২০ হাজার টাকা, দুইটি এতিমখানায় ১ লক্ষ ৫৬ হাজার টাকার চেক এবং ৬২৯ জনকে বয়স্ক ভাতা, ১০৪ জনকে বিধবা ভাতা ও ১৩৬ জনকে প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়।