নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশ থেকে এগিয়ে আছে- এমপি প্রিন্স

জেন্ডার বৈষম্য দূর করে নারী ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের অনেক দেশ থেকে এগিয়ে আছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে একথা বলেন ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বাংলাদেশের শীর্ষ নেতাদের এখন অনেকেই নারী সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নিম্ন শ্রেণীর কর্মচারী সকল ক্ষেত্রে এখন নারীদের অংশগ্রহণ এখন লক্ষনীয়। এসময় নারীদের স্বকৃয় রাজনীতি করে আওয়ামীলীগের হাত কে শক্তিশালী করতে আহ্বান জানান। বাংলাদেশ যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. সালমা আক্তার শিলু এর সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামীলীগ পাবনা জেলা শাখার সভাপতি নাদিরা ইয়াসমিন জলি। এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আজম সাওয়াল বিশ্বাস, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. বেলায়েত আলী বিল্লুর, জেলা পরিষদ সদস্য অ্যাড .কানিজ ফাতেমা পুতুল, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, সাংগঠনিক সম্পাদক হাসিনা খাতুন সিমা, পৌর মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামীমারা শীখা। এছাড়া আরো বক্তব্য রাখেন অ্যাড . সানজিদা পারভীন দীপা, কোহিনুর ফেরদৌস কনা, সম্পা, সাদিয়া আফরিন কথা, অ্যাড. সুলতানা রাজিয়া টুলটুলি, আশা সহ আরো অনেকে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক আরেফা আলম শেফালী।