বিশ্বের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে দ্রুত ১০০ উইকেট শিকার করলেন বাংলাদেশের বাম হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আজ শুক্রবার দ্বাদশ বিশ্বকাপের ৪৩তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে ৫ উইকেট নিয়ে নিজের ওয়ানডে ক্যারিয়ারে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন ফিজ। এর জন্য তাকে খেলতে হয়েছে ৫৪ ম্যাচ। যা ওয়ানডে ক্রিকেটে চতুর্থ দ্রুততম।
৪৪ ম্যাচে ১০০ উইকেট নিয়ে সবার উপরে আছেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান।
২০১৫ সালে ঢাকায় ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক ঘটে মুস্তাফিজের। এরপর থেকেই দলের অপরিহার্য বোলার তিনি। এই নিয়ে ৩ বার ৪ উইকেট ও ৫ বার ৫ বা ততোধিক উইকেট শিকার করেন মুস্তাফিজ।