পাবনার চাটমোহরে প্রতিবছরের ন্যায় চাটমোহরে ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সনাতন হিন্দু সম্প্রদায়ের ৪ জুলাই বিকেলে শ্রী শ্রী রথযাত্রা উৎসব পালন হয়েছে।
পৌরসদরের বালুচর রথখোলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে রথযাত্রা’র শুভ উদ্বোধন করেন পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান বাকি বিল্লাহ্। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাটমোহর ব্যবসায়ী সমিতি’র সভাপতি সাংবাদিক কে. এম. বেলাল হোসেন স্বপন। স্বাগতিক বক্তব্য দেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক অশোক চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী রিন্টু কুন্ডু।
শ্রী শ্রী রথযাত্রা উপলক্ষে শত শত নারী-পুরুষ পূণ্যার্থী বালুচর জগন্নাথ মন্দির চত্বর থেকে একটি রথ দোলবেদিতলা মন্দির এবং কর্মকারপাড়া শ্রী শ্রী রাধাবল্লভ মন্দির চত্বর থেকে আরও একটি রথ দোলবেদিতলা মন্দির চত্বরে নিয়ে আসা হয়। এসময় দোলবেদিতলা মন্দির প্রাঙ্গণ পূণ্যার্থী ভক্তদের মিলন মেলায় পরিনত হয়। আনুষ্ঠানিকতা শেষে উভয় রথ স্ব-স্ব মন্দির চত্বরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
রথযাত্রা উপলক্ষে আইন শৃংখলা রক্ষায় পুলিশ সদস্য মোতায়েন ছিল।