অনাবিল ডেস্ক ::
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক সোমবার ইসরায়েলকে গাজা উপত্যকার হাসপাতালে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক্স-এ লিখেছেন, ‘#গাজার হাসপাতালগুলি আবারো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক হুমকির মধ্যে রয়েছে।’ খবর আনাদোলুর।
তিনি বলেছেন, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ করে দিয়েছে ইসরায়েল, এর পরিচালক ডাক্তার হুসাম আবু সাফিয়ারকে দুই দিন আগে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক আরো বলেন, গাজা শহরের আল-আহলি হাসপাতাল এবং আল-ওয়াফা পুনর্বাসন কেন্দ্রেও সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল।
তিনি বলেন, আমরা আবারো ইসরায়েলকে বলছি- হাসপাতালে এসব হামলা বন্ধ করুন। গাজার মানুষের স্বাস্থ্যসেবা প্রয়োজন। স্বাস্থ্য সহায়তা প্রদানের জন্য মানবাধিকার কর্মী ও স্বাস্থ্যকর্মীদের প্রবেশাধিকার প্রয়োজন।
শুক্রবার, ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে রোগীদের গুলি করে বের করে দিয়ে অনেক রোগীকে ধরে নিয়ে যায়। পরে হাসপাতালটিতে আগুন ধরিয়ে দেয়।
গত বছরের ৭ অক্টোবর, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ পর্যন্ত ৪৫ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করে ছিটমহলকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ছিটমহল নিয়ে যুদ্ধের জন্য ইসরায়েলও আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যা মামলার মুখোমুখি।