বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট

অনাবিল ডেস্ক:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) বঙ্গভবনে এক সংবর্ধনার আয়োজন করেছেন। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে বঙ্গভবনের সবুজ লনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত হাসান, উপদেষ্টামণ্ডলী সদস্যরা, রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ কয়েক হাজার অতিথি এদিন বিকেল ৩টা ২৮ মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সিনিয়র রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, ব্যবসায়ী সম্প্রদায়ের নেতা, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা এবং বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্তদের পরিবার, মুক্তিযুদ্ধের সহায়তাকারী ভারতীয় যোদ্ধা এবং বিশিষ্ট নাগরিকরা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের পাশাপাশি সংবাদপত্রের সম্পাদক ও সাংবাদিক নেতারাও এতে যোগ দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে নিয়ে এ উপলক্ষ্যে ভিভিআইপি এনক্লোজারে একটি কেক কাটেন।

পরে রাষ্ট্রপতি অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি, ছাত্র প্রতিনিধি ও অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।