নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নিজের শরীরে নিজে আগুন লাগিয়ে শহিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে উপজেলার ছোট চৌগ্রাম গ্রামের মকলেছুর রহমানের স্ত্রী। গত রাত ৮ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছে।
জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঘরের দরজা বন্ধ করে শরীরে পেট্রোল ঢেলে শাড়ীতে আগুন লাগিয়ে দিলে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। স্থানীয়রা জানায়, শহিদা বেগম একজন মানসিক ভারসাম্যহীন ছিলো এর আগেও সে খড় এর পালায় (স্থানীয় ভাষা) আগুন লাগিয়ে দিয়েছিল মাঝে মাঝে আত্মহত্যার চেষ্টা করতো আজ সকালে তার চিৎকারে আমরা এগিয়ে গেলে দেখা যায় তার শরীরের আগুন বাড়িতে কেউ ছিলো না। এমন সময় ঘরে সে তার শরীরে আগুন লাগিয়ে দেয় এতে তার শরিরের ৮৫ % পুড়ে যায়।
কিভাবে আগুনের সুত্রপাত সে বিষয়ে কেউ সঠিক বলতে পারছে না। তবে ধারনা করা হচ্ছে, সে নিজেই তার গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি সে আত্মহত্যা করেছে না তাকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।