সিংড়ায় ব্যতিক্রমী আয়াজন প্রতিবন্ধী দিবস পালিত

জামিমা তানভিন সিংড়া (নাটার) প্রতিনিধি
৩৩তম আÍর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উপলক্ষ নাটারর সিংড়া চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয় ব্যতিক্রমী আয়াজন দিবসটি পালিত হয়ছ। র‌্যালি ও   আলাচনা সভা শষ সাং¯তিক অনুষ্ঠান নাচ, গান ও অভিনয় করছন বিদ্যালয়র প্রতিবন্ধী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ ডিসম্বর) দুপুর সিংড়া পরসভার সাহাগবাড়ি মহল্লায় বিদ্যালয় প্রাঙ্গণ এ আয়াজন অনুষ্ঠিত হয়।
প্রতিবন্ধী দিবস প্রতিবন্ধী শিক্ষার্থীরা দশাত্মবাধ গান গয়ছন এবং শিক্ষামূলক অভিনয় করছন। এত কর তারা সকলর নজর কঁড়ছন।
উপজলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়র সভাপতি মাজহারুল ইসলামর সভাপতিত্ব উপ¯িত ছিলন উপজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম আলমাস, সিংড়া থানার ওসি মা. আসমাউল হক, উপজলা প্রশাসনিক কর্মকর্তা মা. আসাদ আলী মাল্লা, চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়র প্রধান শিক্ষক মাছা. আঞ্জুমান আরা প্রমুখ।