পাবনায় প্রতিবন্ধি দিবস উদযাপিত

পাবনা প্রতিনিধি : পাবনায় আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধি দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসনের কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে দিবসটি
উপলক্ষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন সমাজ সেবা কার্যালয়ের ডিডি রাশেদুল কবীর, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেয়াজ, সহকারী কমিশনার মো. ওয়ালিউর রহমান রুবেল, জেলা প্রতিবন্ধি কর্মকর্তা ফারজানা তাজ, ডা. আসমা উল হুসনা , কর্মকর্তা
হাফিজ আহমেদ, প্রতিবন্ধি মো. সানাউল্লাহ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধি সমাজের বোঝা নয় সম্পদ। প্রতিবন্ধিদেও প্রতি সমাজের সকলকে মানবিক ও সহযোগীতা মুলক আচরণ করতে হবে।