বড়াইগ্রামে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে গ্রাম্য শালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এ সময় এক সাংবাদিককে লাঞ্চিত করাসহ তার মোবাইল কেড়ে নেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে উপজেলার আহম্মেদপুর নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কায়েমকোলা গ্রামের রুস্তম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪৫), মিজানুর রহমান (৩৫) ও জয়েন উদ্দিন (৩০) কে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আব্দুর রশিদ মুন্সীর ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৫) কে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, নওপাড়া গ্রামের আব্দুর রশিদ মুন্সী ও তার প্রতিবেশী শহীদুল ইসলামের মধ্যে তিন শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে এ ব্যাপারে মিমাংসার জন্য সালিশ বৈঠক বসে। সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জের ধরে শহীদুল ইসলাম ও তার লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আব্দুর রশিদ মুন্সীর পাঁচ স্বজন আহত হন। এ সময় ভিডিও চিত্র ধারণ করতে গেলে হামলাকারীরা স্থানীয় সাংবাদিক সাহাবুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তার মোবাইল কেড়ে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।