ওসমান গণি, বেড়া, পাবনা ঃ
ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূ স কে প্রধান উপদেষ্টা করে অন্তর্ব তীকালীন সরকারের যাত্রা শুরু হয়ে ৩ মাস অতিμান্ত হচ্ছে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজপথ দখলে রেখেছে বিএনপি-জামায়াত ও ছাত্র-জনতা। পাবনার বেড়া উপজেলার বিভিন্ন স্থানে প্র ায় প্রতিদিনই বিএনপি-জামায়াত বা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতা-কর্মিরা বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ, মিছিল,মিটিং করছে।
আবার অন্য দিকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি-জামায়াত সমর্থিত নেত-কর্মিরা সম্ভব্য প্রার্থী হিসেবে এখনই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে তাদের সমর্থিত নেতা-কর্মি নিয়ে সভা সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে বিএনপি-জামায়াত সমর্থিত নেতা-কর্মিরা জানিয়েছেন। অপরদিকে দির্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকা আ.লীগ সমর্থিত নেতা-কর্মিরা এখন মাঠের বাইরে। বলা চলে অধিকাংশ নেতা কর্মি বিশেষ করে উপজেল, ইউনিয়ন এমন কি ওয়ার্ড পর্যায়ের পদধারী নেত-কর্মি হামলা- মামলার ভয়ে এখনো এলাকা ছেড়ে পালিয়ে আতœগোপনে রয়েছে। একারণে তৃণমূল পর্যায়ে আ.লীগ সমর্থিত নেতা-কর্মিরা চরম হতাশায়
ভুগছে। এদিকে দির্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি-জামায়াতের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মিরা আশায় বুক বেঁধেছে আগামীতে তাদের দল ক্ষমতায় যাবে এ আনন্দে তারা উজ্জীবিত হয়ে উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে আ.লীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কয়েক জন নেতা-কর্মি এ প্র তিবেদক কে বলেন, আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন যেসব মন্ত্রী এমপি বা যারাই দুর্নীতি বা ক্ষমতার অপব্যাবহার করেছে তাদের কে আইনের আওতায় এনে শাস্তি বা সাজা দেওয়া হোক সেটা তারাও চান কিন্ত যারা নিরীহ ও নিরপরাধ নেতা-কর্মি বা যারা সমর্থক আছে তাদের কে তো স্বাভাবিক জীবন যাপনের নিশ্চায়তা দিতে হবে