লালপুরে বর্ণিল আয়োজনে শিক্ষকের অবসর জনিত বিদায়

লালপুর (নাটোর) প্রতিনিধি ঃ
দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা কর্ম জীবন শেষে ভিন্ন রকম আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অবসর জনিত বিদায় সংবর্ধনা পেলেন গৌরীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী। সকালে বিভিন্ন রকম ফুল দিয়ে সুসজ্জিত গাড়িতে করে তাকে বাড়ি থেকে তার প্রিয় প্রতিষ্ঠানে নিয়ে আসেন শিক্ষক, কর্মচারি ও শিক্ষাথীরা। এসময় বিদ্যালয়ের প্রবেশ দ্বারে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিসহ কয়েকশত শিক্ষার্থী।
বুধবার (১৩ নভেম্বর) সকালে গৌরীপুর স্কুল এন্ড কলেজ চত্বরে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারি ও শিক্ষার্থীদের আয়োজনে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান।
বিশেষ অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন, লালপুর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান, নাটোর জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী মুক্তার হোসেন, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, গোপালপুর অনার্স কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, কলস নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাউসুল আজম প্রমুখ।
বিদায়ী অধ্যক্ষ হযরত আলীর ৩৪বছরের কর্মময় জীবনের প্রশংসা করে আলোচনা করেন আমন্ত্রিত অতিথি , শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা।
বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ হযরত আলী আবেগ আল্পুত হয়ে বলেন বিদায় মুহুর্ত বড়ই বেদনাময় ও অনেক কষ্টের । চাকুরী জীবন শেষে প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী , সহকর্মী ও এই এলাকার মানুষের এমন বর্নিল এই বিদায় সংবর্ধনা পেয়ে আমি সত্যিই মুগ্ধ। প্রতিষ্ঠানের যে কোন প্রয়োজনে আমি সর্বদা পাশে থাকব।
তিনি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য বলেন শুধু ভালো পড়াশুনা করলেই হবে না, একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে সর্বদা সজাগ থেকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হবে।
সাবেক অধ্যক্ষ মো. হযরত আলী নাটোরের লালপুরের চামটিয়া গ্রামে ১৯৬৪ সালের ২০ অক্টোবর জন্মগ্রহণ করেন । তার পিতার নাম মরহুম সফের উদ্দিন মন্ডল ও মাতার নাম মরহুম নেছামন। তিনি চামটিয়া-ভাটপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, গৌরীপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, গোপালপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও ১৯৮৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
প্রতিষ্ঠান সূত্রে জানাযায় ১৯৬০ সালে ১ জানুয়ারি গৌরীপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হযরত আলী ১৯৯০ সালে ১ জুলাই বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসাবে যোগদান করেন। ১৯৯৮ সালে কলেজে উন্নীত হলে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১৯ অক্টোবর অক্টোবর তিনি অবসর গ্রহণ করেন। তিনি লালপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রীরা প্রিয় শিক্ষকের হাতে নানা উপহার তুলে দেন।