আগামী নির্বাচন নিয়ে আমরা নিশ্চিত নই- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ও নির্বাচন নিয়ে বলেছেন, এখন আমাদের চিন্তা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে, সেটাই আমরা এখন নিশ্চিত নই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে। তারা এখন পর্যন্ত নির্বাচনের কোন রোড ম্যাপ দেয় নি। তারা নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার জন্য একটি কমিটি করেছে। রাজনৈতিক দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে আমাদের মতামত জানানোর জন্য।
আজ সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি বিষয়টি হচ্ছে অবাধ নিরপেক্ষ সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। তবে নিরপেক্ষ নির্বাচনের পূর্বে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করে তোলার জন্য প্রয়োজনীয় সংস্কার করা দ্রুত করা প্রয়োজন। নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। আমরা এই কথাটি বারবার বলে আসছি।

উপদেষ্টা গঠনের বিষয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা নিয়োগে সু-নির্দিষ্ট কোন নিয়ম নেই। দেশের সংস্কারের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা নিয়োগ দিতেই পারে এবং এ বিষয়ে কোন রাজনৈতিক দলের সাথে সময়ন্বয় করার দরকার নেই। কাকে উপদেষ্টা বানাবেন, কিভাবে ও কতজনকে নিবেন এটির সম্পূর্ণ দায়িত্ব হলো প্রধান উপদেষ্টা।

ফ্যাসিবাদি আওয়ামী লীগ ও জাতীয় ঐক্য নিয়ে ফখরুল বলেন, জাতিকে রক্ষা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতির ঐক্য। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার তারা যে কাজটি সফলভাবে করতে পেরেছে সেটি হলো জাতিকে বিভক্ত করা। আমরা এই বিভক্তিটি দুর করে একটি ঐক্যবদ্ধ জাতি চাই। সমাজে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগনের আলাদা দল থাকতে পারে, মতামত থাকতে পারে কিন্তু আমাদের মৌলিক বিষয়গুলোতে ঐক্য থাকাটা জরুরি। অন্যদিকে জাতি হিসেবে আমাদের সহনশীল হতে হবে কেননা ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের যে অবস্থা করেছে সেটি সংস্কার করা ১৭ দিনে বা ১৭ মাসে সম্ভব না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ সরকারের আমলের চেয়ে অনেক ভালো। যেখানে তারা একটা ধ্বংশের মুখে ছিল সেখানে তারা এখন একটা সিস্টেমে চলে এসেছে এবং তারা আরো সফল হবে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, যুগ্ম সম্পাদক পয়গাম আলী, দফতর সম্পাদক মামুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।