ইবিতে ‘গ্রিন ক্যাম্পাস ডে’ পালিত

রানা আহম্মেদ অভি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘গ্রিন ক্যাম্পাস ডে’ পালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ-এর নেতৃত্বে এই দিবসটি উদযাপন করা হয়।
 এ সময় ক্যাম্পাসের প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশ নেন। পরে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।  আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকৌশলী (সিভিল) মোঃ আলিমুজ্জামান (টুটুল) এবং তার পরিচালিত ‘গ্রিন আর্কিটেক্ট’ প্রতিষ্ঠান।
‘গ্রিন ক্যাম্পাস ডে’ উপলক্ষে বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমাদের ক্যাম্পাসকে ময়লা-আবর্জনামুক্ত ও পরিবেশবান্ধব রাখব। আমি যতদিন এই ক্যাম্পাসে আছি, প্রতিবছর ১২ নভেম্বর আমরা এই দিনটি ‘গ্রিন ক্যাম্পাস ডে’ হিসেবে উদযাপন করব। ভবিষ্যতেও যারা দায়িত্বে থাকবেন, তারাও যেন এই দিনটিকে উদযাপন করেন।”
তিনি আরো বলেন,” আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা কখনোই পরিবেশ দূষণকারী হব না। যেখানে-সেখানে কাগজ বা ময়লা ফেলব না। দেশের অনেক ক্যাম্পাসকে ডাস্টবিনের মতো মনে হয়, কিন্তু সেটা আমাদের জন্য উদাহরণ হতে পারে না। আমরা নিজেদের ক্যাম্পাসকে ডাস্টবিন বানাব না। নিজেরাও ময়লা ফেলব না এবং অন্যকেও ফেলতে দেব না।”
ক্যাম্পাসের দোকানদার ও দোকান মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন,” আপনাদের দোকানের সামনেও পরিষ্কার রাখতে হবে। একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের চত্বর যেন সর্বদা পরিচ্ছন্ন থাকে।এটি কোনো ঘোষণা নয়, এটি আমাদের প্রতিজ্ঞা— ময়লামুক্ত ক্যাম্পাস গড়ব, সুন্দর জীবন ও শিক্ষার পরিবেশ তৈরি করব।”