ওসমান গণি, বেড়া, পাবনা ঃ
২০২৫-২০২৬ চμের আওতায় পাবনার বেড়া উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ২হাজার ৫শ ৩৫ টি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্ড বরাদ্দ পাওয়া গেছে। উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা যায়, এ কার্ডের আওতায় উপকারভোগীরা প্রতিমাসে ৩০ কেজি করে চাল বিনামূল্যে পাবেন ২৪ মাস। সংশ্লিষ্ট সূত্র জানায় ইউনিয়ন ওয়ারি কার্ডের সংখ্যা হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন ৪০৪ টি, নতুন ভারেঙ্গা ইউনিয়ন ২৬৮ টি, কৈটোলা ইউনিয়ন ১৮৪ টি, চাকলা ইউনিয়ন ২০৮ টি, পুরান ভারেঙ্গা ইউনিয়ন
১৯৩ টি, জাতসাখিনী ইউনিয়ন ৪৯৩ টি, রুপপুর ইউনিয়ন ২৭৫ টি, মাসুমদিয়া ইউনিয়ন ২৮৬ টি ও ঢালার চর ইউনিয়ন পরিষদ ২২৪ টি মোট ২৫৩৫ টি কার্ড বারাদ্দ পেয়েছে। এ বিষয়ে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হামিদ সরকার বলেন তার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ড বরাদ্দ হয়েছে ৪০৪ টি। তিনি বলেন স্বচ্ছতার ভিত্তিতে যারা কার্ড পাওয়ার যোগ্য, প্রকৃত দুস্থ পরিবার যাতে করে এই কার্ড পান তার লক্ষ্যে দু এক দিনের মধ্যে এলাকায় মাইকিং করে ব্যাপক প্রচারণা চালানোর পাশাপাশি
অনলাইনে আবেদন করার জন্য আহব্বান করা হবে বলে তিনি জানান।