আতাইকুলায় পাট মজুত রাখায় ব্যবসায়ীর জরিমানা

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার আতাইকুলায় পাট মজুদ রাখার দায়ে ও প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাট অধিদপ্তরের উপপরিচালক রফিকুল হাসান (উপসচিব) আকস্মিক আতাইকুলা বাজারে পাটের আড়তে অভিযান করেন।
বর্তমান মৌসুমে পাটের বাজার পরিষ্থিতি বিবেচনায় আভ্যন্তরীন বাজারে প্রয়োজনীয় কাঁচা পাট সরবরাহ নিশ্চিত কল্পে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ১০০০ (এক হাজার) মনের অধিক পাট ০১(এক) মাসের বেশী অবৈধ ভাবে মজুদ রাখার বিরুদ্দে আতাইকুলা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচানাকালে আতাইকুলা বাজারের পাট ব্যবসায়ী পরেশ চন্দ্র পালের গুদামে প্রায় ৩২০০ মণ পাটের অবৈধ মজুদ পাওয়ায় এবং মজুদ পাটের স্বপক্ষে কোনো তথ্য প্রমাণ, খাতাপত্র/রেজিস্টার দেখাতে না পারায় পাট আইন ২০১৭ এর ১৯(১) ধারা মোতাবেক তাকে ৩০০০০ টাকা জরিমানা করা হয় এবং তাতক্ষনিক জরিমানা আদায় করা হয়। অপর অভিযানে পণ্যে পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় একই বাজারে প্লাস্টিক ব্যাগে চাইল রাখার অপরাধে সিনহা ট্রেডার্স চাইল ব্যবসায়ীকে ১৫০০/- জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান। গত মঙ্গলবার বিকালে পাটের বাজার পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল রানা, পাট অধিদপ্তর পাবনার পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদ, পাট অধিদপ্তর পাবনার মুখ্য পরিদর্শক আঃ হালিম ও আতাইকুলা থানা পুলিশ।